খুলনা, বাংলাদেশ | ২ কার্তিক, ১৪৩১ | ১৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দল ও ধর্মের ভিত্তিতে দেশে কোনো বৈষম্য চায় না জামায়াত
  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ভালো মানুষের ভূমিকা ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয় : এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, ‘সমাজ উন্নয়নে ভালো মানুষকে এগিয়ে আসতে হবে। ভালো মানুষের ভূমিকা ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। এই এলাকায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, দানবীর মেহের মুছুল্লী, সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ও আলমশাহ ফকির সহ অনেক বরেণ্য ও গুণি ব্যক্তির জন্ম হয়েছে। এদের মধ্যে অনেকেই সু-শিক্ষিত হলেও অনেকেই ছিলেন স্বল্প শিক্ষিত ও স্ব-শিক্ষায় শিক্ষিত। কিন্তু তাদের সবার সমাজে অনেক অবদান রয়েছে। সুন্দর সমাজ গঠন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁরা মৃত্যুর পরও সমাজে অমর হয়ে রয়েছেন।’

সদ্য প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারণ করতে গিয়ে এমপি বাবু বলেন, ‘এলাকার উন্নয়নে সাবেক এমপি এড. শেখ মোঃ নূরুল হকের অনেক অবদান রয়েছে। তিনি দুই বার সংসদ সদস্য ছিলেন। সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী সারাজীবন নিঃস্বার্থভাবে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। তার তেমন কোন চাহিদা ছিলো না। জীবনের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত করোনা মোকাবেলায় কাজ করে গেছেন। দানবীর ফসিয়ার রহমান ব্যক্তিগত জীবনে তিনি স্বল্প শিক্ষিত একজন মানুষ ছিলেন। কিন্তু সমাজে তার অনেক অবদান রয়েছে। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। নারী শিক্ষার প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলাকায় তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবছর অসংখ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাচ্ছে।’

এমপি বাবু আরো বলেন, ‘সমাজ উন্নয়নে যেমন ভালো মানুষের প্রয়োজন রয়েছে তেমনি রাজনীতিতেও ভালো মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজের শিক্ষিত ও গ্রহণযোগ্য গুণি ও সামাজিক ব্যক্তিদের সমাজ উন্নয়নের পাশাপাশি রাজনীতিতে এসে দেশের উন্নয়ন মানুষের কল্যাণে কাজ করতে হবে ‘

রবিবার দুপুরে দানবীর ফসিয়ার রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, সাবেক এমপি এড. শেখ মোঃ নূরুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ওসি এজাজ শফী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসফিয়ার রহমান সবুজ, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস ও রইচ উদ্দীন মিস্ত্রী।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, হারুন অর রশিদ, প্রাক্তন অধ্যাপক এসএম লোকমান হাকিম, কাউন্সিলর রবি শংকর মন্ডল, আব্দুস সামাদ আজাদ ও মোঃ দাউদ শরীফ সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও যাদের জন্য স্মরণ সভা তাদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!