আকাশে উড়ে বেড়ানো পায়রা
যেমন আমার খুব পছন্দ
তেমনি তোমাকে ভালোলাগাও
আমার খুব পছন্দ,
সেজন্যই ভালোবাসি তোমাকে।
নদীর বুকে স্নিগ্ধ হাওয়ায়
বয়ে চলা পালতোলা নৌকা যেমন
আমার খুব পছন্দ,
তেমনি তোমার ধীরে ধীরে কথা বলা ও
আমার খুব পছন্দ,
সেজন্যই ভালোবাসি তোমাকে।
আমার ছাদ বাগানের গোলাপের কুড়ি
যেমন আমার খুব পছন্দ
তেমনি প্রতিদিন সকালে
ঘুম থেকে ওঠার পর তোমাকে যখন দেখি সদ্য ফোটা কুড়ির মতোই তোমাকে আমার খুব পছন্দ,
সেজন্যই ভালোবাসি তোমাকে।
জানো! আমি চোখে কাজল পড়তে
খুব পছন্দ করি,
আর সেই পছন্দের কাজলই হলে তুমি
তাইতো ভালোবাসি তোমাকে ।
খোঁপায় বেলীফুলের মালা পড়া
আমার খুব পছন্দ
আর সেই মালার মধ্যখানের
গোলাপটি হলে তুমি
তাইতো ভালোবাসি তোমাকে।
প্রতিদিন আমাকে নিয়ে
কবিতা লিখো তুমি
তোমার প্রতিটি কবিতায় থাকে
আমাদের বর্তমান ও ভবিষ্যৎ
আমি মুগ্ধ হয়ে কাটিয়ে দেই
আমার সারাবেলা
তাইতো ভালোবাসি তোমাকে।
আমার সামান্য একটু অমনোযোগী
কিংবা একটু বেখেয়ালি
খুব ভাবায় তোমাকে
যদিও সেটা মেজর কিছু নয়
তারপরও অস্হির হয়ে পড়ো তুমি
তোমার এই অস্হিরতা
আমার খুব পছন্দ
তাইতো ভালোবাসি তোমাকে।
তুমি বলেছো তোমার নিত্যদিনের
যতো কর্ম, তোমার লেখনী
তোমার বহমান জীবন সবকিছুর
অনুপ্রেরণা আমি ,
আমি খুব আনন্দিত হই
তাইতো ভালোবাসি তোমাকে।
আমি যখন তোমার কোনোকিছুতে
মন খারাপ করি
তখন তোমার মন আমার থেকেও
বেশি খারাপ হয়ে যায়
আমার মন ভালো করার জন্য
কতো প্রানপন চেষ্টা থাকে তোমার
তাইতো ভালোবাসি তোমাকে।
আমি যখন দেখি
আমার সাথে সময় ব্যয় করার জন্য
আমার সাথে কথা বলার জন্য
খুব ব্যকুল থাকো তুমি
জানো রাজা! এটা আমার খুব পছন্দ
তাইতো ভালোবাসি তোমাকে।
আমার প্রতিটি মুহুর্ত
প্রতিটি সম্পর্ক প্রতিটি আনন্দ
প্রতিটি দুঃখ কষ্ট প্রতিটি প্রাপ্তিকে
তুমি তোমার নিজের মনে করো
এটা আমার খুব পছন্দ
তাইতো ভালোবাসি তোমাকে।
আমি যখন একলা থেকে
আপন মনে ভাবতে থাকি কিছু
ওমনি এসেই বলতে লাগো
আমার ভাবনা গুলো
জানো তুমি সেজন্যই ভালোবাসি তোমাকে।
বড্ড ভালোবাসি তোমাকে
কতোটুকুন বাসি যদি জানতে চাও
তাহলে বলবো,
তুমিই আমার অক্সিজেন রাজা,
তুমিই আমার সকল অপূর্ণতার
মাঝে হাসির উচ্ছ্বাস
তুমিই আমার সকল না বলা
কথার ফুলঝুরি
তুমিই আমার সকল আনন্দের উৎস
তুমিই আমার চোখের জল
তুমিই আমার চোখের আলো
তুমিই আমার সান্ধ্যকালিন জীবন তরী।
তুমি আমাকে ভীষণ ভালোবাসো
তাইতো আমিও যে ভালোবাসি তোমাকে।
(লেখক : শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।)
খুলনা গেজেট/এমএম