নদীমাতৃক দেশ আমার নদী বালুচরে ফসলের ঘন সবুজ ছায়ায়
কচি ধানের ডগা ভরা ।
বিলের জলে পদ্ম ফোটে দিগন্তজোড়া, ভালোবাসা অনুরাগ ভরা,-
-দু’নয়নে সুখের আনন্দধারা । পদ্মা, মেঘনার রূপালী ইলিশ সবের সেরা
গোলাপ, চামেলী, বেলী সুন্দর পাতাবাহার, রজনীগন্ধা ফুলে-পাপড়ি ভরা
লাল লাল কৃষ্ণচূড়া ঝরা । বাড়ীর আঙিনা, অপরূপে মাটির মায়ায়
– সুন্দর, – বসুন্ধরা ।
সারি সারি সুপারি, আমজাম নারিকেল, কাঁঠাল থোকায় থোকায়
গাছে ঝুলিছে জোড়া জোড়া ।
ফলের সুবাসে অতিথি যতনে, বাসনা অনুরাগে হৃদয় উজাড় করা,
মাটির সবুজ শ্যামলে বৃক্ষছায়া পত্র-পল্লবে মর্মর ধ্বনি-বাঁধন হারা
নয়নের আকর্ষণ, তৃপ্তি নন্দন স্নিগ্ধ আবেশ-ভরা ।
বাংলার লোকগীতি, সাহিত্য-সমৃদ্ধ, ঐতিহ্য, গৌরবে উজ্জ্বল
নক্ষত্র আলোক পশরা ।
প্রাচীন চর্যা, পদাবলী রূপক-ব্যঞ্জনা, পয়ার ছন্দে মধুর
রসনা, বাংলা কাব্যছন্দ, বাক্যে প্রবল আবেগ-বন্দনা ।
মহুয়া, মলুয়া চন্দাবতী প্রেম গাঁথা, আখ্যান কাব্য, কাহিনীতে
ঘন আবেগে ঝরে, দু’নয়নের অশ্রুধারা । কতো বিরহ
সন্তাপে বেদনার অনলে বহে ঝর্ণার স্রোতধারা ।
বাংলাদেশ আমার জন্মভূমি, শৈশব কৈশোরের অনেক-
স্মৃতিময় আলেখ্য, আনন্দ কোলাহলে জীবনের সকল ভাবনা ।
-সুখের গতিধারা । কোকিলের মধুর স্বরে, ঊষার প্রহর মাতোয়ারা ।
ষড়ঋতু বৈচিত্র্যে নব কিরনালোকে, এ স্বাধীন বাংলাদেশ
নব নব বিজয় উল্লাস ভরা ।
খুলনা গেজেট/ এস আই