খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চিংড়ি ঘেরসহ মোংলার নিম্নঅঞ্চল

মোংলা প্রতিনিধি

মৌসুমি বায়ু আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মোংলার মানুষের জনজীবন। সোমবার (৭ আগষ্ট) ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে মোংলা বন্দরে অবস্থানরত পাঁচটি জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। এছাড়া শহরের নিম্নঞ্চলের তলিয়ে গেছে রাস্তাঘাট। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলবদ্ধতায়। নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থেকে মোংলায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ তেমন না হলেও বৃষ্টির এ ধারা চলবে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত।

এদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে মোংলা উপকূলের অসংখ্য চিংড়ি ঘের ও পুকুর। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, উপজেলার চাঁদপাই, চিলা, বুড়িরডাঙ্গা ও মিঠাখালী ইউনিয়নের ছোট বড় মিলিয়ে ৭২০টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত ৯টি জাহাজের মধ্যে পশুর নদী ও হারবাড়িয়ায় অবস্থানরত ক্লিংকার, জিপসাম, সার ও পাথরসহ ৫টি জাহাজের পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। দূর্যোগ কেটে গেলে এসব জাহাজে পূনরায় কাজ শরু হবে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!