পরবর্তী মৌসুমের জন্য ঘরের মাঠে হতে যাওয়া বিভিন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গ্রীষ্ম মৌসুমের মাঝামাঝি সময়ে ভারতের ছেলে ও মেয়েদের সঙ্গে খেলবে ইংল্যান্ডের পুরুষ ও নারী দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আগামী মৌসুমে খেলতে নামবেন বেন স্টোকসরা।
২০২৫ সালের ২২-২৫ মে নটিংহ্যামে অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এরপর ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।
হেডিংলিতে ২০ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ২-৬ জুলাই বার্মিংহামে হবে তৃতীয় টেস্ট। লর্ডসে ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট খেলবেন বিরাট কোহলি-স্টোকসরা। সিরিজের বাকি দুই টেস্ট হবে ম্যানচেস্টার এবং দ্য ওভালে। ২৩ জুলাই থেকে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে ৪ আগষ্ট হবে পঞ্চম ও শেষ টেস্ট।
একই সময়ে ইংল্যান্ড সফর করবেন স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌররা। যেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ২৮ জুন শুরু হওয়া সফরটি শেষ হবে ২২ জুলাই। এদিকে ভারত ছাড়াও ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে ইংলিশরা।
প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা। ২ সেপ্টেম্বর লিডসে হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে লর্ডস ও সাউদাম্পটনে, ৪ ও ৭ সেপ্টেম্বর। এরপর ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটি হবে কার্ডিফ, ম্যানচেস্টার এবং নটিংহ্যামে।
খুলনা গেজেট/এএজে