ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে তিন দিনের সফরে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) নয়া দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরসহ দুই দেশের আসন্ন যৌথ কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়র এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পররাষ্ট্রসচিব বুধবার ভারত সফরে যাচ্ছেন। এ সফরে তিনি বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের আমন্ত্রণে এ সফর হচ্ছে। সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় থাকবে। দুই দেশের জেসিসি প্রস্তুতি বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো থাকবে। গত বছরের মার্চে এবং ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেছেন। তারা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লি সফর করুক। সচিবের সফরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হবে। তাছাড়া খুব কম সময়ের মধ্যে দুই দেশের বিভিন্ন সচিব পর্যায়ের বৈঠক নিয়েও আলোচনা আসবে।
জানা যায়, সফরের শুরুর দিন ভারতের চেন্নাইয়ে নতুন করে খোলা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অগ্রগতি দেখবেন পররাষ্ট্রসচিব। এরপরের দিন নয়াদিল্লি যাবেন। সেখানে শ্রিংলা-মোমেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের ফেরার কথা রয়েছে মাসুদ বিন মোমেনের। গত বছরের শেষ মাসে ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব।