বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু হয়ে গেছে। সেই সঙ্গে হাইব্রিড মডেলের এবারের আসরের পাকিস্তান পর্বও শেষ হয়েছে। সুপার ফোর ও ফাইনালের ম্যাচগুলো হবে সহ-আয়োজক শ্রীলঙ্কার কলম্বোয়।
বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচ ভেস্তে গেছে। আগামী রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
এছাড়া সুপার ফোরের বাকি ম্যাচগুলোও বৃষ্টিতে ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন বলছে, এসিসি ও পিসিবি আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সূচি ঘোষণার সময় এশিয়া কাপের ফাইনালে রিজার্ভ ডে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বরের ওই ম্যাচের রিজার্ভ ডে বহাল থাকছে।
খুলনা গেজেট/এনএম