খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মাঝে বোমা ফাটালেন রোহিত শর্মা

ক্রীড়া প্রতিবেদক

সিডনিতে শুক্রবার শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারতের পঞ্চম টেস্ট সিরিজ। তবে ম্যাচ শুরুর দিন দেখা গেল রোহিত শর্মার নাম নেই। অথচ তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক। রোহিতের সিডনি টেস্টে না থাকা নিয়েই চলছে অনেক আলাপ-আলোচনা।

আজ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় সমালোচকদের এক হাত নিলেন রোহিত। ফক্স স্পোর্টসকে ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘মাইক্রোফোনে কে কী বললেন বা কলম, ল্যাপটপে কারও লেখায় তো জীবন বদলে যাবে না। আমাদের কখন অবসর নিতে হবে, বসে যেতে হবে এবং নেতৃত্ব দিতে হবে তারা সিদ্ধান্ত নেবেন না। আমি বুদ্ধিমান একজন মানুষ। দুই সন্তানের বাবা। আমার জীবনে কী দরকার, সেটা জানি।’

সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৫ রান করা রোহিতের ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনাই হয়েছে কয়েক দিন। অধিনায়ক বলেই তাকে বাদ দেয়া যাচ্ছিল না- এমনও বলেছিলেন কেউ কেউ। শেষ পর্যন্ত গতকাল শুরু সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে রোহিত বসে থাকলেন ড্রেসিংরুমে, টস করতে নামলেন যশপ্রীত বুমরা।

সিডনি টেস্টে রোহিত না খেলায় ভারতীয় সংবাদমাধ্যমে তার টেস্ট ক্যারিয়ারের ইতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদন সত্যি হলে মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টই রোহিতের ক্রিকেটের রাজকীয় সংস্করণে শেষ ম্যাচ হওয়ার কথা। কিন্তু রোহিত বলছেন পুরোপুরি ভিন্ন কথা।

ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। অথবা আমি খেলা থেকে নিজেকে গুটিয়ে ফেলিনি। ব্যাটে রান আসছে না বলেই আমি বসে গেছি। আগামী পাঁচ অথবা দুই মাসে রান আসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন জীবন কীভাবে পরিবর্তন হয়, ক্রিকেটে এটা বহুবার দেখেছি। পরিবর্তন যে আসবেই সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। একই সঙ্গে আমাকে বাস্তববাদী হতে হবে।’

রোহিত না থাকায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারত ১৮৫ রানে অলআউট হয়েছে। লো-স্কোরিং ম্যাচে বোলারদের যখন জ্বলে ওঠার প্রয়োজন, সেটাই হয়েছে। ভারতের আক্রমণাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করবে ভারত।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!