ভারতে একদিনে আরও দুই লাখ ৬৪ হাজার ২০২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা।
এর আগে বৃহস্পতিবার সেখানে শনাক্ত হয়েছিল দুই লাখ ৪৭ হাজারের বেশি। এছাড়া, ভারতে গত এক দিনে করোনায় আরও ৩১৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার আরও বেড়েছে। এক দিনের ব্যবধানে এটি সাড়ে ১৩ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। খবর এনডিটিভির।
ভারতে সব মিলিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখে পৌঁছেছে। এর মধ্যে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫৩ জনের। আর দেশটিতে মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সেখানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ৪৮ শতাংশ।
খুলনা গেজেট/এনএম