ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ বিধ্বস্তের ঘটনায় এক পাইলটের নিহত হয়েছেন। বুধবার রাতে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে এ ঘটনা ঘটে। এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুই আসনের জাগুয়ার নামে যুদ্ধবিমানটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধবিমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় গুজরাটের মেহসানা শহরের কাছাকাছি একটি খোলা মাঠে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হন।
খুলনা গেজেট /এমএম