ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হলো আজ। প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বুথ ফেরত জরিপগুলো এমনটাই ভবিষ্যদ্বাণী করছে। খবর এনডিটিভির
দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে।
ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।
এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।
মোট ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ পাবে ৩৬৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ১৪৩টি আসন। বিজেপির স্কোর হবে ৩২৭ এবং কংগ্রেস পাবে ৫২টি আসন।
জান কি বাতের বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ সর্বাধিক ৩৬২-৩৯২টি আসন পাবে। আর বিরোধী জোট পাবে ১৪১-১৬১টি আসন।
এর পরেই রয়েছে ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্স। তারা বলছে, এনডিএ ৩৭১ টি আসন এবং ইন্ডিয়া জোট ১২৫ টি আসন পাবে।
এনডিএ-র পক্ষে সর্বনিম্ন স্কোর ২৮১-৩৫০ এবং ভারতীয় ব্লকের জন্য অনুরূপ উচ্চতর স্কোর ১৪৫-২০১।
অপরদিকে পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানায় ‘এবিপি আনন্দ ও সি-ভোটার’। তাদের জরিপ বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রসে ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে ১ থেকে ৩টি আসনে।
অন্যদিকে ‘টিভি-৯’ বুথফেরত জরিপে ইঙ্গিত দিয়েছে, বিজেপি জিততে পারে ২০টি আসনে আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। তারা অবশ্য কংগ্রেসের ভাগে দিয়েছে ১টি আসন। বাম দলকে শূন্যের কোঠায় রেখেছে।
যদিও এই জরিপকে গুরুত্ব দেয়নি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলেছে, ওই সমীক্ষা সঠিক হবে না। তৃণমূল বহু আসনে জিতবে। আর বিজেপি বলেছে, তারা এখনো মনে করছে কমপক্ষে তারা ৩০টি আসনে জিততে চলেছে।
এদিকে পোল ট্র্যাকার জানিয়েছে, এবারও দিল্লি মসনসে সেই মোদীই! তবে লড়াইটা সহজ হবে না। পোল ট্র্যাকারের সমীক্ষা বলছে, প্রায় আড়াইশোর কাছাকাছি আসন পেতে চলেছে বিরোধীদের ইন্ডিয়া জোটও।
১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। সারাদেশে চলল লোকসভা নির্বাচনে। ৭ দফায় ভোট হল বাংলায়। আজ, শনিবার ছিল শেষ দফা। ভোট গণনা মঙ্গলবার। সঙ্গে ফল ঘোষণা। সেদিনই জানা যাবে, দিল্লির মসনদে কে বসতে চলেছে? আরও ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেনই মোদী, নাকি সরকার চালাবে বিরোধীদের ইন্ডিয়া জোট?
এদিকে প্রতিবার যেমন হয়, এবার তেমনই হচ্ছে। ভোট শেষ হতেই আসতে শুরু করেছে একের এক বুথফেরত সমীক্ষার ফলাফল। পোশাকি নাম, ‘Exit Poll’। এই সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সংস্থা। সেই তালিকায় নবতম সংযোজন পোল ট্র্যাকার। কী বলছে তাদের সমীক্ষা?
পোল ট্র্যাকের বুথফেরত সমীক্ষা
এনডিএ- ২২৯ থেকে ২৬৮
ইন্ডিয়া- ২৩৭ থেকে ২৭৩
অন্যন্য- ২৫ থেকে ৩৯
রাজ্য়ের নিরিখে য়ে বুথফেরত সমীক্ষা ফল এখনও পর্যন্ত জানা দিয়েছে, তাতে বেশির রাজ্য়ে এগিয়ে এনডিএ জোটই। তবে কোথায় এনডিএকে চারশো পার করে দেওয়া হয়নি। তখনও শেষ দফায় ভোটগ্রহণ চলছে। দিল্লিতে বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোটের শরিকদলগুলি। সেই বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবশ্য দাবি করেছেন, কমপক্ষে ২৯৫ বা তারও বেশি পাবে ইন্ডিয়া জোট।
মনে রাখতে হবে যে, এক্সিট পোল সব সময় ঠিক হয় না।
খুলনা গেজেট /কেডি