খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার

ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: হাফিজ উদ্দিন

গেজেট ডেস্ক

ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশকে আনস্টেবল সিচ্যুয়েশনে নেবার জন্য, দেশকে ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে (আওয়ামী লীগ) নিয়ে মাঠে নামতে চান।’

‘অবিলম্বে এখন প্রয়োজন বাংলাদেশে সব দেশপ্রেমিক শক্তির ঐক্য। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিশেষ করে যে ছাত্রসমাজ অংশগ্রহণ করেছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে তাদের ও হাসিনাবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই,’ বলেন তিনি।

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান। এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কী ভূমিকা ছিল, সেই তথ্যও আমাদের কাছে নেই। সুতরাং, আমরা অল্প কিছু সময় আশা করব…আজকের দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে…কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এজন্য দায়ী…পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এটা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা সঠিক নয়।’

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে তা জানার চেষ্টা করব।’

হাফিজ বলেন, ‘একাত্তর সালে অনেক যুদ্ধের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের স্বপ্নভঙ্গ হলো। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলোম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার…ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হলো একদলীয় রাষ্ট্র। যেখানে সংবাদপত্র থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে না…এমন একটি রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে ১৯৭৫ সালে কায়েম হয়েছিল।’

‘এর নাম হলো আওয়ামী লীগ। এদের কাছে কোনো দেশ নাই। এদের কাছে নিজের দল, নিজের পরিবার, নিজের স্বার্থ, নিজের সম্পদ আহরণ মূল কাজ। আজ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের কত সম্পত্তি জানি না। আমরা মিডিয়াতে মাঝে মধ্যে খবর দেখি। আগে তো জানতাম না যে, শেখ পরিবারেই ৮টি বাগানবাড়ি রয়েছে গাজীপুর এলাকাতে,’ বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন সেখানে ৪০০ কোটি টাকা আয় করেছে, হেলিকপ্টাররে ঘুরে বেড়ায় অপকল্পনীয়। কী ধরনের গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। আমরা আশা করব, এখন অতি দ্রুত এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। কারণ গণতন্ত্র না থাকার ফলেই নানা ধরনের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘এদেশের মানুষ গণতন্ত্রের জন্য অনেক আত্মত্যাগ করেছে। বিশেষ করে আমাদের দল বিএনপির কত মানুষ জীবন দিয়েছে গত ১৫ বছরে, কত মানুষের জীবন কারা অন্তরালে গিয়েছে, আমাদের যুবকেরা বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে। কিন্তু প্রত্যাশিত গণতন্ত্র এখনো পাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে কারা দাঁড়ায়?’

‘এখন নির্বাচন দিলে বিএনপি বিজয়ী হবে। একটি মহল চেষ্টা করে এই নির্বাচনকে যত দীর্ঘায়িত করা যায়। বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এটা তো অপরাধ হতে পারে না। বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য কেনো নির্বাচন দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম,’ যোগ করেন তিনি।

অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিন। নির্বাচন হলো গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না।’

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!