ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর ক্রেডেনশিয়াল (পরিচয়পত্র পেশ) স্থগিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে ) দিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে ভারত সরকারের এই সিদ্ধান্তের কথা ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে।
তবে এই স্থগিতের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ভারতীয় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় দেশটির রাষ্ট্রপতির কাছে রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার কথা ছিল।
খুলনা গেজেট/এএজে