খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ভারতে দুটি বিমানের সংঘর্ষ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে অনুশীলন চলাকালীন দুটি বিমানের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে অনুশীলনের জন্য উড়ে যায় সুখোই-৩০ ও মিরাজ-২০০০। মধ্য প্রদেশে অনুশীলন চলাকালীন আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় বিমান দু’টির। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে দু’টি যুদ্ধবিমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর উদ্ধারকারী দল।

ওই দুর্ঘটনার সময় একটি বিমানে ২ জন ও অন্যটিতে ১ জন পাইলট ছিলেন। ২ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা গেলেও ১ জন পাইলটের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে বিমান দু’টির সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ পাইলটের লাশের খোঁজ মিলেছে। দুর্ঘটনার ব্যাপারে বিমানবাহিনীর প্রধানের কাছ থেকে খোঁজ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি চার্টার্ড বিমান হিসেবে দাবি করা হয়। কিন্তু গণমাধ্যমের একটি সূত্রের খবর, মোরেনার থেকে প্রায় ১০০ কিমি দুরে অবস্থিত ভরতপুরের ওই এলাকায় পূর্ববর্তী দুর্ঘটনার বিমানের অংশও এসে পড়ে থাকতে পারে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

১৯৮৫ সালে মিরাজকে প্রথম ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতীয় বিমানবাহিনী এর নাম দিয়েছে ‘বজ্র’। বিগত ৩৮ বছরের মধ্যে এ পর্যন্ত ১৩টি মিরাজ-২০০০ বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, সুখোই-৩০ ভারতের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য ১৯৯৬ সালের নভেম্বরে বিমানটি প্রথম কেনা হয়েছিল। ২০০৯ সাল থেকে বিভিন্ন ঘটনায় এপর্যন্ত ১১টি সুখোই-৩০ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!