ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ যুবতী ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন-তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, শিমা খাতুন, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরন ও জাহানারা বেগম। এরা দেশের কিশোরগঞ্জ, যশোর, খুলনা এবং নারায়গঞ্জ জেলার বাসিন্দা।
অভাব অনটনের সংসারে আয় রোজগারের আশায় তারা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মুম্বাই যায়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের কারনে সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঞা বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশি যুবতীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের আমরা আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখবো। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।
খুলনা গেজেট/এনএম