ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া কার্যত অসম্ভব। বরং তা সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে দেওয়াই সমীচীন হবে। এমনটাই মনে করছেন মাইক হাসি।
আইপিএল খেলতে যেয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ। নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, “ভারতে এই প্রতিযোগিতা আয়োজন হওয়া কঠিন বলে আমার মনে হয়।”
নিজের মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন হাসি। বলেছেন, “আমরা আইপিএল-এ আটটি দল দেখেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই সংখ্যক বা তার থেকেও বেশি দল আসতে পারে। তাই আরও অনেক কেন্দ্রে খেলা আয়োজন করতে হবে। আগেই বলেছিলাম, বিভিন্ন শহরে আয়োজন করতে গেলে ঝুঁকি আরও বাড়বে।”
হাসির সংযোজন, “অনেক বড় করে যাতায়াতের পরিকল্পনা করতে হবে। আমিরশাহি বা অন্য কোনও দেশ, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে, তার খোঁজ করতে হবে। আমার ধারণা, অনেক দেশের বোর্ডই ভারতে আসার ব্যাপারে চিন্তায় থাকবে।”
খুলনা গেজেট/কেএম