বুধবার থেকে কড়া বিধিবিধান মেনে ভারতে চালু হল লোকাল ট্রেন । দীর্ঘ সাড়ে সাতমাস পরে যাত্রী পরিষেবার জন্য এদিন ভোর থেকে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চালু হল। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে চালু হয়েছে ৬০০ জোড়া ট্রেন। যাত্রীদের মাস্ক ও সেনিটাইজার বাধ্যতামূলক । পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া- শিয়ালদা-কলকাতা( চিৎপুর) ও খড়্গপুর শাখায় লোকাল ট্রেন চালু হয়েছে। ধাপে ধাপে লোকাল ট্রেন আরো বাড়ানো হবে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।
সূত্রে আরো বলা হয়েছে যে, যে কোনো স্টেশনে ঢোকার আগেই বিশেষ যন্ত্রের সাহায্যে সবধরনের পরীক্ষা করা হবে। তারপর পুলিশ তাকে টিকিট কাউন্টারে নিয়ে গিয়ে টিকিট কাটতে সহযোগিতা করবে । নিশ্ছিদ্র নিরাপত্তা ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেই এই লোকাল ট্রেন চালু করা হচ্ছে । ধাপে ধাপে দূর পাল্লার সুপার ফাস্ট ট্রেনগুলিও চালু করা হবে। সিট বাই সিট পূরণ হলে ট্রেন স্টেশন ছেড়ে চলে যাবে।
উল্লেখ্য, করোনার পর অফিস যাত্রীদের জন্য কড়া নিরাপত্তায় ট্রেন চালু হলেও সার্বিক যাত্রী পরিষেবার জন্য লোকাল ট্রেন আজ থেকেই চালু হল।
খুলনা গেজেট/এনএম