গত বছরের বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জামাল ভূঁইয়ার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এর পর থেকেই তাকে নিতে আগ্রহ দেখিয়েছিলো ভারতের অনেক ক্লাব। শুরুতে এ নিয়ে অনেক চর্চা হলেও জামাল ভূঁইয়া জানালেন, এখন আর ভারতে খেলার সম্ভাবনা নেই।
সাইফের হয়ে খেললেও ভারতের আইএসএলের কোনও দলের হয়ে খেলার ভীষণ ইচ্ছা ছিল তার। সেখানকার ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগও হয়েছিল। কিন্তু সেভাবে সাড়া মিলেছে কমই। জামাল তাই বলেছেন, ‘ভারতের ক্লাবগুলোতে খেলার সম্ভাবনা সেভাবে নেই। যদিও তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়। তবে সেখানে মনে হয় খেলতে পারবো না।’
তার ক্লাব সাইফের সঙ্গে চুক্তিটা শেষ হয়েছে আগস্টের এক তারিখ। নতুন করে ক্লাবটিতে চুক্তি না হলেও জামাল অবশ্য খুব আশাবাদী, ‘সাইফের সঙ্গে এই মাসেই চুক্তি শেষ হয়েছে। এখানেই নতুন করে চুক্তি হতে পারে। তবে আমি ঢাকায় না আসা পর্যন্ত চুক্তি হওয়াটা কঠিন।’
অবশ্য করোনাভাইরাসের প্রভাবে মাঠে এখন আর খেলা নেই। স্থগিত হয়ে গেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। তাই জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া রয়ে গেছেন ডেনমার্কেই। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটালেও ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছেন নিয়মিত।
তবে অনুশীলন চালিয়ে গেলেও একধরণের হতাশা কাজ করছে জামালের মাঝে। এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি মনে করেছিলাম, অনেকদিন পর জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। সেখানে হয়তো খেলতে পারবো, কিন্তু তা আর হলো না। এভাবে খেলার বাইরে থাকতে ভালো লাগে না। শুধু আমার একার নয়, আসলে কারোরই ভালো লাগার কথা নয়।’
স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নতুন বছরে। তাই বাফুফে চাইছে তার আগেই প্রীতি ম্যাচ আয়োজন করতে। জামাল অবশ্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, ‘এই বছর কোনও ধরনের খেলা না হলে খারাপ লাগবে। তবে শুনেছি জাতীয় দলের প্রীতি ম্যাচ হতে পারে। তেমন হলে তো খুব ভালো। অন্তত আমরা খেলার মধ্যে ফিরতে পারবো। নিজেদের সেখানে নতুন করে প্রমাণ করার সুযোগ থাকবে। ইউরোপসহ অনেক জায়গাতেই খেলা শুরু হয়েছে। এখন বাংলাদেশে শুরু হলে ভালো লাগবো।’
খুলনা গেজেট/এএমআর