ভারতের কৃষি আইন বাতিল নিয়ে বিজেপি সরকারের যাবতীয় প্রস্তাব কার্যত খারিজ করে দিয়ে কৃষক-ক্ষেতমজুররা লাগাতর আন্দোলনের পথে। শনিবার কৃষক-সংগ্রাম সমন্বয় মোর্চা দিল্লি-জয়পুর ও দিল্লি-অমৃতসর জাতীয় সড়ক অবরোধ করেছে। পাঁচশো কৃষক-ক্ষেতমজুর সংগঠন এই আন্দোলনে সামিল হয়েছে। বাম-কংগ্রেস মিলে সর্বভারতীয় চব্বিশটি জাতীয় দলও এই আন্দোলনে সামিল হয়েছে।
জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এটিকে কৃষক-ক্ষেতমজুরদের মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। সর্বভারতীয় কৃষক সংগ্রাম সমন্বয় মোর্চার আহ্বায়ক হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব ও অতুল আনজান বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সরকার যতক্ষণ না কৃষি আইন বাতিল করবে ততক্ষণ তাদের সঙ্গে কোনো আলোচনা আর নয়। কৃষক-ক্ষেতমজুর মেরে এই সরকার আদানি-আম্বানি- সহ দেশি-বিদেশী পুঁজিপতি ও শিল্পপতিদের স্বার্থসিদ্ধি করছে। ভারত সরকারের স্বামীনাথন কমিশনের কৃষক স্বার্থবাহী যে সব সুপারিশ রয়েছে সেগুলি মার খাবে।
নেতৃবৃন্দ বলেন, ১৪ ডিসেম্বর সারা ভারত রাস্তা অবরোধ করা হবে সকাল থেকেই। সড়ক পথ, রেলপথ, বিমান পথ সব অচল করে দেওয়া হবে। লাগাতার চলবে এই কর্মসূচি। নেতৃবৃনদ বলেন, বিজেপি সরকার সেনা নামিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। কিন্তু ভারত সরকার ব্যর্থ হবে। দেশের কৃষক- ক্ষেতমজুররা আরো বেপরোয়া হবেন।