ভারতের কৃষক-ক্ষেতমজুর আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন প্রাক্তন তিন ক্রিকেট তারকা ও অধিনায়ক। এরা হলেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও সচিন তেন্ডুলকর। তারা বলেছেন যে, তারা আন্দোলনকে সমর্থনই করছেন না, প্রয়োজনে কৃষক- ক্ষেতমজুরদের স্বার্থে তারা সর্বোচ্চ ‘খেল পুরস্কার’ ফেরত দেবেন। তাদের দাবি, অবিলম্বে ভারত সরকারের উচিত কৃষি বিল বাতিল করা। এই আইন বাতিল না করলে দেশব্যাপী আগুন জ্বলবে। যে দেশে কৃষি ও কৃষক দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সেখানে কৃষক ঠকিয়ে দেশ বাঁচতে পারে না।
এদিকে কৃষক-ক্ষেতমজুর আন্দোলনের রেশ পশ্চিমবঙ্গেও পড়েছে। দমদম কেন্দ্রীয় কারাগারের জেলবন্দিরা অনশন করছেন কৃষক আন্দোলনের সমর্থনে। সোমবার তাদের অনশন দুদিনে পড়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা সব সময় কৃষক- ক্ষেতমজুরদের পাশেই থাকবেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ষোলটি বামপন্থী দল ও কংগ্রেস মিলে মঙ্গলবার কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার রানীরাসমণি রোডে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বিক্ষোভ অবস্থান ও সমাবেশ করবে।ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কৃষক-ক্ষেতমজুরদের এখন মশাল মিছিল চলছে।
খুলনা গেজেট/এনএম