খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ভারতে করোনা সংক্রমণ কমছে, মৃত্যু ৩৮৭৪

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা সংক্রমণ কমার গতি অব্যাহত আছে। তবে মৃত্যু এখনো আছে বাড়া-কমার মধ্যেই।

আগের দিন রেকর্ড সাড়ে ৪ হাজার মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো তিন হাজার ৮৭৪ জন। বৃহস্পতিবার (২০ মে) এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৪ হাজার ৫শ ৩০ জনের, যা এখন পর্যন্ত রেকর্ড। মোট মৃত্যু গিয়ে ঠেকেছে ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭০ জন। আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪শ ৫ জনে।

১০-১৬ মে থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে আগের ৩ সপ্তাহের তুলনায়। এই প্রথমবার দ্বিতীয় ওয়েভের সংক্রমণের পর দেশটির বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!