করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন।
শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ হাজার বেশি। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জনে।
টানা তিনদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। বৃহস্পতিবার দেশটিতে মারা গিয়েছিলেন ৩ হাজার ৬০০-র বেশি মানুষ। তবে শুক্রবার সেই সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।
ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে ব্যাপক হারে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টার নতুন পরিসংখ্যান নিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার।
খুলনা গেজেট/এনএম