খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

ভারতে আবার বেড়েছে সংক্রমণ ও মৃত্যু, তিন মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জা‌তিক ডেস্ক

প্রায় তিন মাসের দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও।

বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে চলতি সপ্তাহে তা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন, যা বিগত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর জেরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লাখ ৫ হাজার ১০৬ জনে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

অন্যদিকে আক্রান্তের সংখ্যার পাশাপাশি ভারতে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। এই নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৭৪৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৭৯১ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৯২ জনে। দেশটিতে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।

ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২.২৬ শতাংশ। তবে সাপ্তাহিক সংক্রমণের হার এখনও ১.৫০ শতাংশে রয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সক্রিয় রোগীর সংখ্য়াও বৃদ্ধি পেয়েছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ৩৬ হাজার ২৬৭ জন। মোট আক্রান্তের ০.০৮ শতাংশ সক্রিয় রোগী।

ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধির কারণেই দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাজ্যভিত্তিক সংক্রমণের দিক দিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৩ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৩ জন। এছাড়া কর্নাটকে একদিনে ৪৭১ জন, দিল্লিতে ৬২২ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!