খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

ভারতে আবারও বিশ্ব রেকর্ড : একদিনে আক্রান্ত ৩ লাখ ৬৯ হাজার, মৃত্যু ৩২৮৫

আন্তর্জাতিক ডেস্ক

আগের সব রেকর্ড ভেঙে ভারতে প্রথমবারের মতো একদিনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। দেশটিতে এখন মোট মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে। আগের দিন দেশটিতে আক্রান্ত শনান্তের সংখ্যা সামান্য কমার পরের দিনই আবার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৬৯ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো-এর পরিসংখ্যান বলছে, একদিনে আক্রান্তের হিসাবে এই সংখ্যা শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বেও সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল যুক্তরাষ্ট্রে। সেদিন দেশটিতে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন। তবে পরপর কয়েকদিন সেই রেকর্ড ভাঙে ভারত। দুইদিন আগে সোমবার সর্বোচ্চ রেকর্ড ছিল ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন।

চলতি মাস থেকে ভারতে করোনার তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার সকাল পর্যন্ত একদিনে ৩ হাজারের ওপরে মৃত্যু এর আগে কখনো হয়নি। গত ২৪ ঘণ্টায় এটিই বিশ্বের সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত। ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়। তবে বিশেষজ্ঞরা ধারণা করছে, যেভাবে দেশটিতে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে,ক্ষতিগ্রস্তের পরিমাণ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি। গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে।

ভারতে এখন পর্যন্ত প্রায় ১৪ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, মোট সংক্রমণে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন এবং মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!