খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ভারতে ‘আটকা পড়েছেন’ জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সব নেতারা ভারত ছাড়লেও সেখানে রয়ে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রোববার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লিতে আটকা পড়েছেন তিনি। আরও একদিন থাকতে হবে বলে নিশ্চিত করেছে কানাডীয় কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের

এ বিষয়ে দিল্লির কানাডিয়ান হাইকমিশন এএফপিকে জানিয়েছে, বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে কানাডিয়ান বিমানবাহিনীর প্রতিনিধি দল। প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। রাতারাতি এই সমস্যা সমাধান সম্ভব না। সুতরাং আমাদের দলকে ভারতেই থাকতে হচ্ছে।

কানাডার সিটিভি জানিয়েছে, উড়োজাহাজটি একটি এয়ারবাস। এটি কখন চলাচলের উপযুক্ত হয়ে উঠবে এ বিষয়ে কিছুই পরিষ্কার নয়। এয়ারবাস হওয়ার কারণে এরকম সমস্যা প্রথমবার ঘটেনি, এর আগেও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিলো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!