সেনাবাহিনীতে চার বছরের চুক্তিভিত্তিক সেনা, অগ্নিবীর নিয়োগ নিয়ে গত তিনদিন ধরে জ্বলছে ভারত। বিভিন্ন জায়গায় রেল-রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।
চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুলিশের গুলিতে সেকেন্দরাবাদে দুজনের মৃত্যু হয়েছে।
আর রবিবার পুলিশ অনুসন্ধান চালিয়ে গ্রেপ্তার করল এই ঘটনার অন্যতম কিং পিন অভূরোল সুব্বা রাওকে।
হায়দরাবাদে সেনাবাহিনীর এই প্রাক্তন হাবিলদার সেনাবাহিনীর রিক্রুটিং-এর জন্য ট্রেনিং সেন্টার চালাতেন। ভিডিও ক্লিপ ও মোবাইল হোয়াটস্যাপ-এর মাধ্যমে দেশের সব আর্মি রিক্রুটমেন্ট ইনস্টিটিউশন গুলিতে আগুন জ্বালিয়ে দেন। সারা দেশের সেনা প্রশিক্ষণ কেন্দ্রগুলির শিক্ষার্থীরা নেমে আসে পথে।
পুলিশ তেলেঙ্গানা, বিহার এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু শিক্ষা কেন্দ্র সিল করে দেয়। সেকেন্দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪৫ জনকে। পুলিশের অনুমান, ছাত্রদের ক্ষেপিয়ে তুলে এই কাজটা করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই অভিযোগ অস্বীকার করেছে।
খুলনা গেজেট-এস আই