ভারতের হিমাচল প্রদেশে আকস্মিক ভারি বর্ষণে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বিষয়টি নিশ্চিত করেছেন।
এনডিটিভির সোমবারের প্রতিবেদনে বলা হয়, রোববার রাজ্যের সোলান জেলায় আকস্মিক ভারি বর্ষণে সাতজনের মৃত্যু হয়। শিমলা শহরের সামার হিল এলাকায় একটি মন্দিরে ভূমিধসে আরও নয়জনের প্রাণহানি হয়।
সোলানে প্রাণ হারানো সাতজন হলেন হরনাম, কমল কিশোর, হেমলতা, রাহুল, নেহা, গোলু ও রক্ষা।
সুখবিন্দর সিং সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় শোকপ্রকাশ করেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘শিমলায় এখন পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ করছে।’
শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি জানান, শহরে আকস্মিক ভারি বৃষ্টিপাতের কারণে দুইটি ভূমিধসে ১৫ থেকে ২০ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানায়, সোলানের কান্দাঘাট মহকুমার মামলিঘ গ্রামে ভূমিধসের পর ছয়জনকে উদ্ধার করা হয়। ওই এলাকায় দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে যায়।
রাজ্যের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, দুর্যোগের কারণে রাজ্যে ৭৫২টি রাস্তা বন্ধ আছে।
হিমাচল প্রদেশে ২৪ জুন থেকে বর্ষা মৌসুম শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর ভূমিধস ও আকস্মিক বন্যায় ৬৬ জনের প্রাণহানি হয়।
খুলনা গেজেট/এনএম