খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

ভারতের হায়দরাবাদে ভারী বর্ষণে দেয়াল ধসে শিশুসহ ৯ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে ভারী বর্ষণে দেয়াল ধসে দুই মাসের এক শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলসে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া দেয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে হায়দরাবাদের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, গত দুই দিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে নয়জনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন।

গত দুইদিন থেকে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে ও এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪টি জেলা প্লাবিত হয়েছে।

হায়দরাবাদের নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাসা থেকে বাইরে বের না হওয়ার বিষয়ে সতর্ক করেছে। খবর- এনডিটিভি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!