ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনা, জিএম কাদের, রওশন এরশাদের জন্ম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাসাবোতে ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ছাত্রদল নেতা মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদের সন্ধানের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে হাসিনার দোসর জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ ৫০ শতাংশ। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা। শেখ হাসিনার রক্ত ঝড়ানো ১৭ বছরের দুঃশাসনকে বৈধতা দিয়েছে এরশাদ, এরশাদের ভাই ও তার স্ত্রী রওশন। তারা আজ গলা বের করে উঁচু গলায় কথা বলছে। আমরা সবাই জানি, ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনা, জিএম কাদের, রওশন এরশাদের জন্ম। ওরা তো এই কথা বলবেই। এখন গাপটি মেরে বসে থাকলেও যে কোন মুহূর্তে বিষাক্ত ফনায় ছোবল দিবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনাদের কাজ কি শুধু গদির মধ্যে বসে থাকা। গত চার মাসে কি করেছেন আপনারা। সয়াবিন তেল কেন ১৮৫-১৯০ টাকা কেজি? কেন পাড়া-মহল্লার দোকানে সয়াবিন তেল পাওয়া যাবে না? এজন্যই কি জনগণ অকাতরে রক্ত দিয়েছে।
জনগণ আপনাদের সমর্থন দিয়েছে জানিয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেট করছে তারা কিভাবে বসে আছে? আপনারা কেন আইন প্রয়োগ করতে পারছেন না।
সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ