খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

ভারতের মাটিতেই পাকিস্তান খেলবে এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক

হকির এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপের আয়োজক এবার ভারত। এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা পাকিস্তানের। পেহেলগাম হামলার পর থেকে পাকিস্তান বিরোধী অবস্থানে অনড় ভারত। ফলে এই আসরে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল পাকিস্তানের। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসতে হচ্ছে ভারতকে।

ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অবশেষে স্বস্তি মিলল ভারতীয় হকি কর্তাদের। দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক হকি সংস্থার (এফআইএইচ) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। এফআইএইচ কর্তারা স্বাভাবিক ভাবেই চাপ তৈরি করছিলেন হকি ইন্ডিয়ার কর্তাদের ওপর। কিন্তু ভারতের হকিকে কেন্দ্রের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না।

আগামী অগস্টে রাজগীরে হবে এশিয়া কাপ হকি। সেপ্টেম্বরে চেন্নাইয়ে হবে জুনিয়র বিশ্বকাপ হকি। আন্তর্জাতিক হকি সংস্থার নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে আয়োজক দেশের বিরুদ্ধে। ফলে পাকিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান চাপে রেখেছিল ভারতীয় হকি কর্তাদের।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দুই দলের খেলোয়াড় এবং কোচদের ভিসা অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। হকি ইন্ডিয়ার কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের দু’টি হকি দলকে ভারতের আসার অনুমতি দেওয়ার কথা এখনো ঘোষণা করা হয়নি।

আন্তর্জাতিক হকি সংস্থার শাস্তির ভয় তো আছেই। এ ছাড়াও পাকিস্তানকে অংশগ্রহণ করতে না দিলে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার নীতি অমান্য করার অভিযোগও উঠবে ভারতের বিরুদ্ধে। তাতে ২০৩৬ সালের অলিম্পিক বা ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের স্বপ্নও ভঙ্গ হতে পারে ভারতের। কারণ এই দুই প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করে পাকিস্তান।

শুধু হকি নয়। ২০২৫ সালে ভারতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। আগস্টে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর। আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা জুনিয়র শুটিং বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করার কথা পাকিস্তানের খেলোয়াড়দের। তাই হকি দলকে আসার অনুমতি না দিলে এই প্রতিযোগিতাগুলো আয়োজনের দায়িত্বও হাতছাড়া হতে পারে ভারতের।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!