অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সভাপতি মাওলানা রাবে হাসানি নদভি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) লখনৌয়ে দীর্ঘ অসুস্থতার পর মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৪ বছর।
মাওলানা রাবে হাসানির মৃত্যুর তথ্য নিশ্চিত করে এআইএমপিএলবি-এর সদস্য খালিদ রাশিদ ফারাঙ্গি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, এআইএমপিএলবি-এর সভাপতি মাওলানা রাবে হাসানি নদবি ভারতের বিখ্যাত ইসলামী প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা মাদরাসায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ চিকিৎসার জন্য তাঁকে রায়বেরেলি থেকে লখনৌতে নেওয়া হয়।
মাওলানা রাবে হাসানি নদভি ১৯২৯ সালে উত্তর প্রদেশের রায়বেরেলিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা আবুল হাসান আলি নদবি (রহ.)-এর বোনের ছেলে। সৌদি আরবের রিয়াদ ভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা রাবিতা আল-আদব আলইসলামি-এর সহসভাপতি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। প্রায় প্রতি বছর বিশ্বের প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকায় তার নাম অন্তর্ভূক্ত হত।
খুলনা গেজেট/কেডি