চলমান নারী এশিয়া কাপের প্রথম সেমি ফাইনাল মাঠে গড়াবে আজ। যেখানে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আজ শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
সেমিতে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, স্কোয়াডের সকল ক্রিকেটারই ফিট আছেন। ফলে সেমির গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা দল নিয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ। তাছাড়া অনুশীলনেও দারুণ সময় কাটিয়েছেন দলের সদস্যরা।
জ্যোতি বলেছেন, ‘পুরো দল আজকে একটা ভালো অনুশীলন সেশন শেষ করেছে সেমিফাইনালের আগে। এরকম অনুশীলন দলের জন্য অনেক ভালো। সবাই ফিট আছে সিলেকশনের জন্য এভেইলেবল আছে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
ফাইনালের জন্যই খেলবে বাংলাদেশ। অধিনায়ক বলেন, ‘অবশ্যই ফাইনালের দিক তাকিয়ে আমরা নিজেরাও মাঠে নামবো। যেন আমরা ফাইনালে যেতে পারি। আমাদের সবার ইচ্ছা ফাইনাল খেলার। কারণ আমরা জানি যে, গতবার আমরা যখন এশিয়া কাপ খেলেছি ২০১৮ সালে তখন উইমেন্স ক্রিকেটে অনেক বড় একটা উন্নতি হয়েছিল। আমাদের টার্গেট এটাই থাকবে যে নারী ক্রিকেটের জন্য যেন আমরা আর এক ধাপ এগিয়ে যাই।’
এর আগে গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
খুলনা গেজেট/এএজে