ক্রিকেটের গন্ডিতে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। তবুও বাংলাদেশ-ভারত লড়াইয়ের কথা যখন আসে তখন ঢাকা পড়ে যায় অতীত পরিসংখ্যান। বরং পরিসংখ্যান ছাপিয়ে ম্যাচের আগে চলে কথার লড়াই। ম্যাচ জুড়ে থাকে উত্তেজনার চাপ। থাকে ভক্তদের প্রত্যাশা। তাই, বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েও তুমুল আগ্রহ ভক্তদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ শনিবার (২২ জুন) মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশি দেশ।
অ্যান্টিগায় হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টসের ভাগ্য জিতে আগে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হতশ্রী ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা তেমন ছিল না ভক্তদের। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও—অতিরিক্ত প্রত্যাশা করতে বারন করেছিলেন। তাছাড়া এই দলটি যখন আনকোরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজে হারে তখন প্রত্যাশার মাত্রা গিয়ে ঠেকে আরও তলানিতে। সেই বাংলাদেশই কিনা চমকে দিয়ে নিশ্চিত করেছে সুপার এইট। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে উঠেছেন শান্তরা।
তবে, এই পর্বে উঠে সেই আগের মতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ হেরে যায় ২৮ রানে।
এবার বাংলাদেশের সামনে ভারত পরীক্ষা। যাদের কাছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে হেরেছিল লাল-সবুজের দল। তবে, সুপার এইটে এই ভারতই হতে পারে বাংলাদেশের বাদ পড়ার কারণ। আজ ভারতের কাছে হারলেই সুপার এইটে বাংলাদেশের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে। তাই বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জয় চাই বাংলাদেশের। সেই জন্য ব্যাটিং বিভাগ যে জ্বলে উঠতেই হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই!
কারণ, সুপার এইটের প্রথম ম্যাচ হারা বাংলাদেশের হাতে এখনও দুটি ম্যাচ বাকি। ভারত ও আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। সেই সুযোগ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা!
খুলনা গেজেট/এএজে