খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) । দলের সঙ্গে তিনজনকে বাড়তি যুক্ত করা হয়েছে যারা ওয়ানডে দলের সঙ্গে পুনে সফর করবেন।পুনেতে ২৩, ২৬ ও ২৮ মার্চ তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে।

১৪ জনের স্কোয়াডে নেই দ্রুতগতির বোলার জোফরা আর্চার। ডানহাতের কনুইয়ের চোটে দেশে ফিরে যাচ্ছেন তিনি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাঝেই কনুইয়ে ব্যথা পেয়েছিলেন আর্চার। চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজ চালিয়ে যান তিনি। তবে তার পারফরম্যান্সের সূচক নিচের দিকে নামতে থাকে। এজন্য ওয়ানডেতে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

পাশাপাশি তাকে পর্যবেক্ষেণে রাখবে ইসিবির চিকিৎসা বিভাগ। ধারণা করা হচ্ছে, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) একই কারণে খেলা হবে না তার। দলে ডাকা হয়েছে লিয়াম লিভিংস্টোনকে। ২০১৭ সালের পর জাতীয় দলে ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা এ ক্রিকেটার।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: এউয়ন মরগ্যান, মঈন আলী, জনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, মার্ক পার্কিনসন, আদীল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচ টোপলে ও মার্ক উউ।

এছাড়া দলে সঙ্গে সফর করবেন জ্যাক বল, ক্রিস জর্ডান ও ডেভিড মালান।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!