আগামী ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার। তবে হঠাৎ কোয়াত্রার ঢাকা সফর স্থগিত করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় পররাষ্ট্রসচিবের ঢাকা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোয়াত্রার সফর স্থগিতের কারণ জানতে চাইলে এ কূটনীতিক বলেন, পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে ভারতের পররাষ্ট্রসচিব সফরটি স্থগিত করেছেন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর এখন পর্যন্ত দিল্লির কোনো প্রতিনিধি ঢাকা সফর করেনি। আশা করা হচ্ছিল, পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা প্রথম ঢাকা সফর করবেন। তার একদিনের ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল কোয়াত্রার।
এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
খুলনা গেজেট/কেডি