পাকিস্তান সফরে দলের সঙ্গে যেতে পারেননি জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুত। ভারতের সাবেক এই ক্রিকেটারকে আগামী সিরিজ থেকে অব্যাহতি দিতে জিম্বাবুয়ে ক্রিকেটকে অনুরোধ করেছে দেশটির ভারতীয় দূতাবাস।
জিম্বাবুয়ে দল পাকিস্তানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর এক বিবৃতি দিয়ে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে তাদের বোর্ড। পাকিস্তান দূতাবাস থেকে অবশ্য ভিসা পেয়েছিলেন রাজপুত। কিন্তু ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের পাকিস্তান সফরের বিধিনিষেধের কারণে তাকে অনুমতি দেয়নি।
রাজপুতের অনুপস্থিতিতে বোলিং কোচ ডগলাস হোন্ডো এই সিরিজে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
এবারের পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ হবে ৩০ অক্টোবর, পরের দুটি ওয়ানডে ১ ও ৩ নভেম্বর। টি-টোয়েন্টি তিনটি হবে ৭, ৮ ও ১০ নভেম্বর, লাহোরে।
খুলনা গেজেট/এএমআর