খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৬৯

ভারতের জাতীয় সংগীত বাজল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে, অতঃপর…

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বড় ম্যাচে শনিবার (২২ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে ভারত আলোচনায় থাকার কথা নয়। বিশেষত যারা রাজনৈতিক বৈরিতার জেরে পাকিস্তানে গিয়ে না খেলার ব্যাপারে একাট্টা। কিন্তু লাহোরে তাদের জাতীয় সংগীত কি না বেজে উঠল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। এমন অবস্থায় বিব্রতকর অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া, যা শুনে দর্শকরাও গ্যালারি থেকে চিৎকার দিয়ে ওঠেন।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকে ছিল ভারত-পাকিস্তানের দ্বিমুখী নাটকীয়তা, আয়োজন শুরুর পরও বিতর্ক যার পিছু ছাড়েনি। বাংলাদেশ-ভারতের ম্যাচে অফিসিয়াল ব্রডকাস্টে আইসিসি ও টুর্নামেন্টের সম্মিলিত লোগোর নিচে ছিল আয়োজকদের নাম। যা নিয়ে বেজায় ক্ষেপেছে পাকিস্তান। এজন্য পিসিবি ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল। জবাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি একে কারিগরি ত্রুটি বলে উল্লেখ করেছে।

সেই বিতর্ক শেষ না হতেই নতুন করে ভারতীয় জাতীয় সংগীত বাজল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ভূমিতে। আইসিসি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচ শুরুর আগে দু’দলের জাতীয় সংগীত বাজানো হয়। যার জন্য মাঠে নেমেছিলেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়। তারপর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন তাদের জাতীয় সংগীত গাওয়ার জন্য। তখনই চমক। হঠাৎ করে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। ‘জনগন মনো’র সুর মৃদু থাকলেও, ‘ভারত ভাগ্যবিধাতা’ জোরে বাজতেই সবার সম্বিৎ ফিরে আসে।

এই ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও হতবাক হয়ে যান। গ্যালারি থেকেও দর্শকরা একনাগাড়ে চিৎকার দিয়ে ওঠেন। যদিও কয়েক সেকেন্ডের মাঝেই সংগীতটি বন্ধ করে দেওয়া হয়। তারপর শুরু হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও ভারতের জাতীয় সংগীত বাজার সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। একে কেন্দ্র করে হাস্যরসে মেতেছেন নেটিজেনরাও।

এর আগে টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখা নিয়েও বিতর্ক উঠেছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আয়োজক দেশটির স্টেডিয়ামে প্রতিযোগী ৭ দলের পতাকা থাকলেও, সেখানে অনুপস্থিত ছিল ভারত। যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে করাচি ও লাহোরের ছাদে উড়ানো হয় ভারতের পতাকা। একের পর এক বিতর্কের মাঝে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

ভারতের চাওয়ায় তাদের ম্যাচগুলো হচ্ছে দুবাইতে। ফলে আয়োজক হয়েও, মধ্যপ্রাচ্যের শহরটিতে উড়াল দিতে হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তানকে। রোমাঞ্চকর এই ম্যাচটি নিয়ে এমনিতেই ক্রিকেটবিশ্বের ব্যাপক উন্মাদনা রয়েছে! ম্যাচটি অবশ্য পাকিস্তানের জন্য বাঁচা-মরার। হারলেই ঘরের মাঠে তাদের দর্শক হয়ে যেতে হবে। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় ভারত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!