খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকারের ভোক্তা অধিকার, খাদ্য ও বণ্টন বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ান (৭৪) মারা গেছেন। সম্প্রতি দিল্লির ফর্টিস হাসপাতালে একটি হার্ট সার্জারি হয় তাঁর। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর খবর টুইট করে জানান তাঁর ছেলে চিরাগ পাসওয়ান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন রামবিলাস। কয়েক সপ্তাহ ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সম্প্রতি দিল্লির ফর্টিস হাসপাতালে তাঁর হার্ট সার্জারি হয়েছিল।

পাঁচ দশক ধরে ভারতের রাজনৈতিক জগতে ছিলেন রাম বিলাস। ১৯৬৯ সালে প্রথমবার তিনি বিধায়ক নির্বাচিত হন। তাঁর ছেলে চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টির প্রধান। তিনি টুইটারে লেখেন, ‘‌বাবা, আমি জানি, আপনি আর এই পৃথিবীতে নেই। কিন্তু আপনি যেখানেই থাকুন, আমার সঙ্গেই আছেন।’

উত্তর ভারতের রাজনীতিতে দীর্ঘ ইতিহাস রয়েছে আটবার রাজ্য ও লোকসভা সদস্য নির্বাচিত হওয়া রাম বিলাস পাসওয়ানের। তাঁর প্রতিষ্ঠিত লোক জনশক্তি পার্টির বড় ভূমিকা থাকে উত্তর ভারতের রাজনীতিতে। সম্প্রতি বিহারের নির্বাচনেও তাঁর দল নির্ণায়ক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাম বিলাসের প্রয়াণে ভারতের সব মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটারে লিখেছেন, ‘‌আমি শব্দে প্রকাশ করতে পারব না, কতটা শোকাহত হয়েছি। আমাদের দেশে যে শূন্যতা তৈরি হলো, তা কখনোই আর পূর্ণ হবে না। শ্রী রাম বিলাস পাসওয়ানের মৃত্যু একটি ব্যক্তিগত ক্ষতি। আমার বন্ধু বিয়োগ হলো। হারালাম একজন সহকর্মী, যিনি গরিব মানুষকে সম্মানের সঙ্গে জীবন কাটাতে সাহায্য করতেন।’‌

টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘রাম বিলাস পাসওয়ানের অকাল মৃত্যু দুঃখজনক। গরিব ও দলিত মানুষেরা আজ এক শক্তিশালী রাজনৈতিক কণ্ঠকে হারাল। পরিবারের প্রতি সমবেদনা জানাই।’‌

মায়াবতী টুইট করে জানিয়েছেন, ‘‌কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের মৃত্যু দুঃখজনক। আমি তাঁর দল ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।’‌

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!