খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার এবং কিশোরগঞ্জে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুতর আহত আরও ১০

ভারতের ক্রিকেটারদের জন্য বোর্ডের ১০ দফা নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। কদিন আগে অস্ট্রেলিয়ার কাছে মর্যাদার বোর্ডার-গাভাস্কার ট্রফি হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হাতছাড়া হয়ে গেছে রোহিত শর্মাদের। এর মধ্যেই ক্রিকেটারদের নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দলের মধ্যে ‘শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ’ নিশ্চিত করতে দেশটির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ১০টি বিধিনিষেধ জারি করেছে (BCCI New Rules)।

ঠিক কী কী বলা হয়েছে বোর্ডের নির্দেশিকায়? প্রথমেই বলা হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কারণ ঘরোয়া ক্রিকেট থেকেই ভবিষ্যতের তারকারা উঠে আসেন। তাই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেললে অভিজ্ঞতা বাড়বে তরুণদের। যদি কোনো কারণে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ান, তাহলে সেটা আগে থেকে জানিয়ে রাখতে হবে বোর্ডকে। ঘরোয়া ক্রিকেটের ওপরে নির্ভর করবে জাতীয় দলে সুযোগ পাওয়া।

এ ছাড়া সব ক্রিকেটারকে দলের সঙ্গে থাকতে হবে। ম্যাচ এবং অনুশীলন সব ক্ষেত্রেই তাকে দলের সঙ্গে যেতে হবে। পরিবারের সঙ্গে আলাদাভাবে যাতায়াত করা যাবে না। পরিবারের সঙ্গে যাতায়াত করতে হলে কোচ অথবা নির্বাচক কমিটির প্রধানের অনুমতি নিতে হবে।

এখন থেকে যত খুশি জিনিসপত্র নিয়ে সফর করতে পারবেন না রোহিত-কোহলিরা। বোর্ডের নিয়ম অনুযায়ী, ৩০ দিনের বেশি সফরে গেলে ক্রিকেটাররা পাঁচটি ব্যাগ নিতে পারবেন। তার মধ্যে দু’টি খেলার সরঞ্জামের কিট ব্যাগ। এই পাঁচটি ব্যাগের মোট ওজন ১৫০ কেজির বেশি হলে চলবে না। সাপোর্ট স্টাফেরা নিতে পারবেন ৮০ কেজি জিনিস। তাদের জন্য বরাদ্দ তিনটি ব্যাগ। ৩০ দিনের কম হলে ক্রিকেটারদের জন্য ব্যাগের সংখ্যা কমে হবে চার। কমবে ওজনও। সেই সময় ১২০ কেজির বেশি জিনিস নিতে পারবেন না তারা।

এখন থেকে ক্রিকেটাররা আর নিজেদের ম্যানেজার, সহকারী, নিরাপত্তারক্ষী এমনকী রাঁধুনি নিয়েও সফরে যেতে পারবেন না। বোর্ডের অনুমতি নিতে হবে এমন কাউকে নিয়ে যেতে হলে। ক্রিকেটাররা যাতে শুধু খেলার দিকেই মন দেন, সে কারণে এমন সিদ্ধান্ত। কোনো বাড়তি সরঞ্জাম বা ব্যক্তিগত কোনও জিনিস নিতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।

এ ছাড়া দলের নির্ধারিত অনুশীলনে আসা বাধ্যতামূলক করছে বোর্ড। দলের সঙ্গে অনুশীলনে যেতে হবে এবং ফিরতে হবে। ক্রিকেট সফরের মাঝে বিজ্ঞাপনের কাজ করা যাবে না। কোনো শুট বা বিজ্ঞাপনের কোনও কাজ আর সফরের মাঝে করতে পারবে না ক্রিকেটাররা। খেলা থেকে মনঃসংযোগ যাতে সরে না যায়, সেই কারণে এমন সিদ্ধান্ত।

৪৫ দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে দু’সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না পরিবারের সদস্যরা। ক্রিকেটারদের সঙ্গী এবং সন্তানদের (১৮ বছরের নিচে) এক বারের জন্যই আসতে দেওয়া হবে। এলেও দু’সপ্তাহের বেশি থাকতে পারবেন না। এই সময়ের সব খরচ বোর্ড দেবে। যদি কোনো কারণে কেউ বেশি দিন থাকেন, তাহলে সেই খরচ ক্রিকেটারকে দিতে হবে। কোচ, অধিনায়ক এবং ম্যানেজারদের ঠিক করে দেওয়া দিনেই শুধু পরিবারের লোকজন আসতে পারবেন। ব্যতিক্রম হলে আগে থেকে জানাতে হবে। ক্রিকেটারদের পরিবার বাদ দিয়ে অন্য কাউকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন শুট এবং বিজ্ঞাপনের কাজে ক্রিকেটারদের থাকতে হবে। বোর্ডের অনুষ্ঠানেও তাদের উপস্থিতি বাধ্যতামূলক। ক্রিকেটের প্রসারের জন্য এটা জরুরি। ম্যাচ আগে শেষ হয়ে গেলেও ক্রিকেটারদের থাকতে হবে। যত দিন না সফর শেষ হচ্ছে, তত দিন ক্রিকেটারদের থাকতে হবে। আগে চলে আসা যাবে না। দল কাউকে বাড়তি সুবিধা দিতে রাজি নয়। সেই কারণেই এমন সিদ্ধান্ত।

বোর্ডের এই ১০ দফা নির্দেশিকার কোনোটা যদি লঙ্ঘন হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে। আইপিএলসহ বোর্ডের সমস্ত টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে ওই ক্রিকেটারকে। তাছাড়া বোর্ডের চুক্তির অর্থ বা ম্যাচ ফি কেটে নেওয়া হবে। বিসিসিআইয়ের তরফে বার্তা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্যই এমন নির্দেশিকা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!