খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

ভারতের কেরালায় ভূমিধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেরালায় টানা ভারি বর্ষণের পর ভূমি ধসে মারা গেছে ১৩ জন।জীবিত উদ্ধার করা হয়েছে ১২জনকে। ৭ আগষ্ট সকালে কেরালার ইদ্দুকি জেলার রাজামালায় এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পর্যন্ত ৮০ জনের বেশি চা শ্রমিক ভূমি ধসে চাপা পড়ে রয়েছেন।

ইদ্দুকির পুলিশ জানায়, সকালে মুন্নারের অদূরে রাজামালায় ভূমি ধস ঘটে। সেখানে অনেক চা শ্রমিকের বসবাস। তাদের অনেকেই ধসে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের মুন্নার টাটা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পর্যটন এলাকা মুন্নার থেকে ২৫ কিলোমিটার দূরে এ ভূমি ধসের ঘটনা ঘটে। সেখানে ৭০-৮০ জনের বসবাস। তবে কতজন ধসে চাপা পড়ে আছেন তা পরিষ্কার করা হয়নি।ফায়ার সার্ভিসের ৫০ জনের একটি শক্তিশালী দল উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। তারা সেখানে রাতেও কাজ করবেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘ধসে চাপা পড়া চা শ্রমিকদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) একটি দলকে রাজামালার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস, বনকর্মী ও রাজস্ব কর্মীদেরও উদ্ধারকাজে সাহায্য করতে নির্দেশ দেয়া হয়েছে।’

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!