খুলনা, বাংলাদেশ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

ভারতের কাছে ৮৫ রানেই আটকে গেছে স্কটল্যান্ড 

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বড় ব্যবধানে জিততেই হবে ভারতকে। সেই লক্ষ্যে দারুণ বোলিংয়ে স্কটল্যান্ডকে বেশিদূর যেতে দেয়নি বিরাট কোহলির দল। জাদেজা-শামিদের দাপুটে বোলিংয়ে স্কটিশদের অল্প রানেই আটকে দিয়েছে ভারত।

আজ শুক্রবার ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭.৪ ওভারে ১০ উইকেটে ৮৫ রান করে স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জর্জ মুনসি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। দলীয় ১৩ রানের মাথায় হারা প্রথম উইকেট। স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারকে মাত্র ১ রানে নিজের শিকার বানান বুমরাহ।

উইকেটে থেকে কিছুটা আশা জাগালেও বেশিক্ষণ থাকতে পারেননি মুনসি। ষষ্ঠ ওভারে তাঁর প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসারের ফুল লেংথের বল খেলতে গিয়ে বুমরাহর হাতে ক্যাচ তুলে দেন মুনসি।

পরের ওভারেই আরেকটি উইকেট হারায় স্কটল্যান্ড। এবার স্কটিশ শিবিরে ধাক্কা দেন জাদেজা। রিচি ব্রাইটনকে বোল্ড করেন তিনি। ২৮ রানে তৃতীয় উইকেট হারায় স্কটল্যান্ড, শূন্যতে ফেরেন ব্রাইটন।

দ্রুত তিন টপ অর্ডারকে হারানোর পর শুধু হতাশাই দেখেছে স্কটিশরা। মোহাম্মদ শামি ও জাদেজা মিলে চেপে ধরেন স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ। একে একে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যানরা। কমতে থাকে রানের গতিও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮৫ রানে থেমে যায় স্কটল্যান্ড।

ভারতের হয়ে বল হাতে ১৫ রানের বিনিময়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মোহাম্মদ শামি। সমান ১৫ রান খরচায় তিনটি নেন জাদেজা। দুটি উইকেট নেন বুমরাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের সামনে মূল বাধা এখন নিউজিল্যান্ড। নিজেদের পরের দুই ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের হার কামনা করতে হচ্ছে কোহলিদের।

আজ শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই জয়ে গ্রুপ-২ তে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল তারা। তাদের পয়েন্ট এখন ছয়। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলে সহজেই আট পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে কিউইরা।

অন্যদিকে ভারতের পয়েন্ট এখন দুই। আজকের ম্যাচসহ নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। কিন্তু নিউজিল্যান্ডের যদি আট হয়ে যায় তাহলে আর ছয় পয়েন্ট নিয়েও লাভ হবে না কোহলিদের। তাই কিউইরা যদি তাদের পরের ম্যাচে হারে তবেই ভাগ্য খুলবে ভারতের। তখন দুদলের সমান পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে যারা রানরেটে এগিয়ে থাকবে তারাই যাবে। একই সমীকরণ আফগানদের সামনেও। তাই ভারত ও আফগানিস্তান দুদলই চাইছে নিউজিল্যান্ড যেন তাদের শেষ ম্যাচে হেরে যায়। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!