ভারতের কাছে ৫ উইকেটে হেরে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। গত আসরের শিরোপাজয়ী বাংলাদেশের যাত্রা এবার থামল সেমিফাইনালের আগেই। ভারত সেমিফাইনালে উঠল টানা চতুর্থবারের মত।
অ্যান্টিগায় শেষ কোয়ার্টার ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মত। দলীয় ১৪ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে মাহফিজুল ইসলাম, ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিলকে। আইচ মোল্লা এক প্রান্ত আগলে রেখে চেষ্টা চালালেও ৪৮ বলে ১৭ রান করে থামতে হয় তাকেও।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৬ রানের মধ্যেই ৭ ব্যাটারের উইকেট হারায় রাকিবুল হাসানের দল। এরপর আশিকুর জামানকে নিয়ে লড়াই চালিয়ে যান এসএম মেহরব। অষ্টম উইকেটে দুজনে গড়েন ৫২ রানের পার্টনারশিপ।
তবে তাদের জুটি ভাঙতেই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। ৬টি চার হাঁকানো মেহরব ৪৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। এরপর থামতে হয় ২৯ বলে ১৬ রান করা আশিকুরকেও। শেষপর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের পক্ষে রবি কুমার তিনটি ও ভিকি ওস্তাল দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা ভারত স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই উইকেট হারায়। হারনুর সিংকে ডাকের স্বাদ দিয়ে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অংকৃশ রঘুবাঁশি ও শাইক রশিদ। দুজনে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। ৬৫ বলে ৪৪ রান করে রঘুবাঁশি ও ৫৯ বলে ২৬ রান করে রশিদ বিদায় নিলে ভারত আবার চাপে পড়ে যায়।
৯৭ রানের মধ্যে ভারতের ৫ ব্যাটার বিদায় নেন। তবে স্বল্প পুঁজি তাড়া করতে অসুবিধা হয়নি। অধিনায়ক যশ ধুল ২৬ বলে ২০ এবং কৌশল তাম্বের ১৮ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংস দলকে জয়ের বন্দরে ভেড়ায় ৩০.৫ ওভারে।
বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল একাই শিকার করেন চারটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১১১/১০ (৩৭.১ ওভার)
মেহরব ৩০, আইচ ১৭, আশিকুর ১৬
রবি ১৪/৩, ওস্তাল ২৫/২
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ১১৭/৫ (৩০.৫ ওভার)
রঘুবাঁশি ৪৪, রশিদ ২৬, ধুল ২০*
রিপন ৩১/৪, সাকিব ৩৪/১
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।