খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদান নিয়ে তুর্কি সিরিজ

বিনোদন ডেস্ক

ভারতীয় উপমহাদেশের মুসলমানদের অবদান নিয়ে সিরিজ নির্মাণ করার কথা ঘোষণা করেছে তুরস্ক। এ ব্যাপারে শুক্রবার তুরস্কের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছে।

জানা যায়, যৌথ প্রযোজনার এই সিরিজের নাম হবে ‘তুর্ক লালা’, বাংলায় এর অর্থ দাঁড়ায়-মহান তুর্কি ভাই। সিরিজে মূলত বলকান যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের অবদান তুলে ধরা হবে।

এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগ্রুল সফলতা পাওয়ার পরই ভারতের মুসলমানদের নিয়ে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক।

বিশ্লেষকরা মনে করেন, এতে বর্তমান ভারতীয় মিডিয়া আগ্রাসনের একটা মোক্ষম জবাব হতে পারে। কেননা, বলিউডের বিভিন্ন ছবিতে নানা সময়ে মুসলিমবিদ্বেষী সিনেমা-নাটক বানিয়ে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা দেখে যায়।

অন্যদিকে তুর্কি সিরিজের ভক্তরা নতুন এ খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। তাদের অনেকেই জানিয়েছেন, সুন্দর এই সিরিজের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।সূত্র : আল জাজিরা আরবি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!