খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

ভারতীয়দের জন্য আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা

গে‌জেট ডেস্ক

ভারতীয় নাগরিকদের জন্য আজ (শুক্রবার) থেকে চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর পর এটি চালু হচ্ছে। বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-হাইকমিশনার বলেন, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ১৫ নম্বর প্লটের সিপি ব্লকে চালু হওয়া বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসার আবেদন গ্রহণ করা হবে। পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-হাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেওয়া হবে না।

হাইকমিশনার জানান, ভিসার আবেদন করার ক্ষেত্রে পর্যটকদের কোভিডের ডবল ডোজ টিকা নেওয়ার সনদের ফটোকপি লাগবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নেওয়া হবে আবেদন। আগে বাংলাদেশের ভিসার জন্য কোনো ফি না লাগলেও এখন প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি লাগবে। এই অর্থ নগদে বা অনলাইনে দেওয়া যাবে।

জানা যায়, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের ওডিশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিমে বসবাসকারী ভারতীয়রা কলকাতা উপ-হাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা নিতে পারবেন। ভারতীয়রা সড়ক, বিমান এবং ট্রেনে করে এ ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!