খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক

ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গেজেট ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন। এসব গণমাধ্যমের এখন মূল কাজ হচ্ছে গুজব ছড়ানো। দেশীয় গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থেকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সাজেক পর্যটন এলাকা এবং ২৭ বিজিবি এর সাজেক বিওপি পরিদর্শন শেষে রাঙামাটির বিজিবি সেক্টর হেড কোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিহত করছে। এজন্য গণমাধ্যমের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূলে রয়েছে চাঁদাবাজি। এটি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কমাতে সরকার উদ্যোগ নিচ্ছে। পাহাড় বা সমতল যেখান থেকেই হোক না কেন, অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। ৫ আগস্টের পর থানায় কিছু অস্ত্র হারিয়ে গেছে, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হা‌বিব উল্লাহ, পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হো‌সেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!