যশোর জেনারেল হাসপাতালে তন্ময় মন্ডল (২৫) নামে ভারতফেরত এক করোনা রোগীকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালের রেডজোনে ভর্তি করা হয়। তন্ময় খুলনার ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামের অখিল মন্ডলের ছেলে।
তন্ময় বলেন, প্রায় তিন মাস আগে চিকিৎসার জন্য ও অন্যান্য কিছু কাজ নিয়ে ভারতে যান। এরপর দেশে ফেরার জন্য তিনি করোনা পরীক্ষা করেন। গত সোমবার তার ফল আসে নেগেটিভ। তবে মঙ্গলবার ভারতের বর্ডার পার হওয়ার সময় আমার শরীরে তাপমাত্রা বেশি থাকায় আবারও করোনা পরীক্ষা করাতে হয়। পরীক্ষার পর জানতে পারি আমি করোনা পজিটিভ। তবে আমার শরীরে কোনো ধরণের উপসর্গ নেই। এখন যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, তন্ময় নামে একজন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রেডজোনে রাখা হয়েছে। যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পুলিশ প্রশাসনকে বলে হাসপাতালের রেডজোন গেটে পুলিশি পাহারা বসানো হয়েছে।