ভারত-পাকিস্তানের বহুল প্রত্যাশিত ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচে ভারতকে বোলিং করে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
এক সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, আমি বিশ্বাস করি, দ্রুতগতির বোলাররাই ম্যাচ জিতিয়ে দেয়। আর আমাদের বেশ কয়েকজন ভালো মানের পেসার আছে।
বাবর আজম বলেন, আমাদের বোলিং স্টার্ট খুব ভালো। তবে আমাদের উইকেট নিতে হবে। দলের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, দলের সবাই ঐক্যবদ্ধ। এটা আমাদের অন্যতম শক্তি।
এ সময় এশিয়া কাপে খেলার জন্য বিভিন্ন দেশ ভ্রমণের বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। বলেন, এবারের এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানকে অনেক দেশ ঘুরতে হচ্ছে। এশিয়া কাপের আগে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলার জন্য শ্রীলংকা ভ্রমণ করেছে পাকিস্তান দল। এরপর শ্রীলংকা থেকে পাকিস্তানে ফিরেছে নেপালের সঙ্গে ম্যাচ খেলার জন্য। সেখান থেকে ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য আবার শ্রীলংকা গেছে পাকিস্তান দল। এরপর ফের পাকিস্তানে ফিরেছে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য। রোববার ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য আবারো তারা শ্রীলংকা ভ্রমণ করেছে। এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি দেশে ভ্রমণ করে ম্যাচ খেলা দল পাকিস্তান।
বাবর আজম বলেন, রোববার কলম্বোর আবহাওয়া ভালো থাকলে পাকিস্তান দল ভারতের বিপক্ষে ভালো করবে।
খুলনা গেজেট/ এএজে