খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

ভাতিজা নিক্সনের ফের বাজিমাত

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঈগল মার্কার মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি পেয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৩৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত কাজী জাফরউল্লাহ পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৭৬৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ২৪ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁরা উভয়ে চাচা-ভাতিজা সর্ম্পকের।

এরমধ্যে বিজয়ী প্রার্থী নিক্সন চৌধুরী ভাঙ্গা উপজেলায় পেয়েছেন ৭২৭৪২ ভোট, সদরপুর উপজেলায় ৫৬ হাজার ৬১৭ ভোট এবং চরভদ্রাসন উপজেলায় ১৮৬৭৬ ভোট। অন্যদিকে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ মনোনীত কাজে জাফরুল্লাহ পেয়েছেন ভাঙ্গা উপজেলার ৭৬ হাজার ভোট, সদরপুর উপজেলায় ৩৬ হাজার ৩৬৯ ভোট এবং চরভদ্রাসন উপজেলা ১১ হাজার ৩৯৭ ভোট।

বিজয়ী প্রার্থী নিক্সন চৌধুরী বলেন, ‘তিন উপজেলার জনগণের ভালোবাসার মূল্যায়নের ফল আমার এ বিজয়।’

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!