ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে বুধবার সকাল ১১টায় খুলনায় মানববন্ধন হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন নগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, পরিবেশ সুরক্ষা মঞ্চের সম্পাদক সুতপা বেদজ্ঞ, সুজন বিভাগয়ি কমিটির সম্পাদক মাসুদুর রহমান রঞ্জু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা সোহরাব হোসেন, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, এড. মামুনুর রশদ, এড. মুরাদ হোসেন, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, আইনুল হক, আঃ হালিম, রাজু জবেদ, খলিলুর রহমান সুমন, লিটন খান, রুবিনা আক্তার, খন্দকার খলিলুর রহমান, রাসেল আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, দুর্বৃত্তরা ছাত্র-জনতার আন্দোলনের সুফল যাতে নস্যাৎ না করতে পারে এ জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। আইন শৃংখলা স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে অবিলম্বে মাঠে নামাতে হবে। নতুন করে স্বাধীনতা অর্জন করা হলেও তা রক্ষা করার দায়িত্ব সকলের।