খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

ভাগ্য ফেরাতে নামের বানান বদলে ফেললেন জ্যাকলিন!

বিনোদন ডেস্ক

সাম্প্রতিক সময়গুলো বেশ অস্বস্তিকর কাটছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংশ্লিষ্টতার জেরে আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে তারও। বছর দুয়েক ধরে আদালত চত্বরে ঘুরছেন অভিনেত্রী।

এই দিকে বক্স অফিসেও তেমন সফলতা পাচ্ছে না তার ছবিগুলো। সম্প্রতি সামাজিকমাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকলিন। ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকলিয়েন’। তবে কি ভাগ্য ফেরাতে নামের বানান বদলে ফেললেন অভিনেত্রী? এমন প্রশ্নই উঠছে।

জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজেদের নামের বানানে। বলিউডেও এই উদাহরণ কম নেই। যেমন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও। এমনকী বলিউড তারকা অজয় দেবগনও। সাফল্যের মুখ দেখতে নিজেদের নামের বানানে কিছু পরিবর্তন এনেছেন এই তারকারা।

কোনো অক্ষর যোগ করে, বা কোনো অক্ষর বাদ দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে তাঁদের ভাগ্যেও। এবার এই একই পথে হাঁটলেন জ্যাকলিন! আপাতত জ্যাকলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। টুইটারে অবশ্য পুরনো বানানটিই দেখা যাচ্ছে।

নামের বানান বদলে ফেলায় নেটমাধ্যমে কটাক্ষ শুনতে হয়েছে জ্যাকলিনকে। তবে এ বিষয়ে এখনো নিজের নিজের অবস্থান পরিষ্কার করেননি তিনি।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!